নরসিংদীতে রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা তদারকি ও পুলিশ ইউনিট আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার

নবকণ্ঠ ডেস্ক:

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার ড্রেনেরঘাট চেকপোস্ট, ভেলানগর চেকপোস্ট’সহ বিভিন্ন চেকপোস্ট- এ জেলা পুলিশ কর্তৃক গৃহীত রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা গতকাল রবিবার তদারকি করেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম।
পুলিশ সুপার ডিউটিরত পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং সর্তকতার সাথে ডিউটি পালনের জন্য দিক-নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ সুপার রামপুর পুলিশ তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন। পুলিশ সুপার এ সময় পুলিশ সদস্যদের খোঁজ নেন এবং সবাইকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
এছাড়া মূলতবি মামলা, গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি, রায়ট সামগ্রী ও অস্ত্র ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এ. এম. ফজল-ই- খুদা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফীন, সহকারী পুলিশ সুপার, রায়পুরা সার্কেল সত্যজিৎ কুমার ঘোষ (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সরকারি পুলিশ সুপার, শিবপুর সার্কেল মো. মেসবাহউদ্দিন, অফিসার ইনচার্জ, শিবপুর মডেল থানা মো. ফিরোজ তালুকদার, পিপিএম (বার), অফিসার ইনচার্জ, মনোহরদী থানা মো: ফরিদ উদ্দিন, ওসি, ডিবি মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার), রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইউসুফ আলী উপস্থিত ছিলেন।

সংবাদটি সর্বমোট 112 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *