পলাশ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস

অরবিন্দ রায়:

নরসিংদী জেলার পলাশ উপজেলার পলাশ থানা সদর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। শিক্ষা সপ্তাহ ২০২৩ সালে পলাশ উপজেলা শিক্ষার মান নিশ্চিতকরন, শিক্ষাক্ষেএে বিভিন্ন অবদান রাখার জন্য তিনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। ২০২২ সালেও তিনি জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।
বরুণ চন্দ্র দাস ১৯৯৮ সালে ডাঃ নরজরুল বিন নূর মহসিন গার্লস স্কুল এন্ড কলেজের প্রথম সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০০৪ সালে তিনি জেলার শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক নির্বাচিত হন। ২০১৫ সালে ভাটপাড়া এন সি গুপ্ত উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে ৫ বছর শিক্ষকতা করেন। ২০১৯ সালে তিনি পলাশ থানা সদর মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
১৯৭৫ সালে উওর পাড়া, ঘোড়াশাল গ্রামের সুরেশ চন্দ্র দাসের ৬ষ্ট সন্তান।
বরুন চন্দ্র দাস জানান , ছোট বেলা থেকেই তার স্বপ্ন ছিল শিক্ষক হবার। তিনি বিদ্যালয়কে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চান। আদর্শ বিদ্যালয় গড়ে তুলতে শিক্ষক, বিদ্যালয়ের পরিচালনা কমিটির, প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংবাদটি সর্বমোট 119 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *