নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলায় যোগদানের পর বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের পক্ষ থেকে শুভেচ্ছা হিসেবে পাওয়া ফুলের তোড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুলে পাঠালেন জেলা প্রশাসক ড. বদিউল আলম। বুধবার বিকেলে সহকারী কমিশনার শাইখা সুলতানা বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয়ে এই ফুলের তোড়াগুলো পৌছে দেন। জেলা প্রশাসক এর পক্ষ হতে বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীদের হাতে আলাদা আলাদা করে ফুলের তোড়া তুলে দেয়া হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন সরকার ও অভিভাবকগণ। জেলা প্রশাসক ড. বদিউল আলম এর কাছ থেকে এমন চমকপ্রদ শুভেচ্ছা পেয়ে বেশ পুলকিত হয়েছে শিক্ষার্থীরা। সহকারী কমিশনার শাইখা সুলতানা জানান, সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শুভ কামনা জানিয়ে জেলা প্রশাসক ড. বদিউল আলম তার যোগদানে পাওয়া বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাক্তি, সরকারী-বেসরকারী দফতর থেকে পাওয়া ফুলের তোড়াগুলো এবং সাথে নাস্তার প্যাকেট পাঠিয়েছেন। উপস্থিত শিক্ষার্থীদের হাতে সেগুলো তুলে দেয়া হয়েছে।
সংবাদটি সর্বমোট 360 বার পড়া হয়েছে