নরসিংদীতে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন

নরসিংদীর নবকণ্ঠ ডেস্ক:

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় নরসিংদী জেলার বিভিন্ন  বিদ্যালয়ের অনূর্ধ্ব-১৫ বছরের বালক বালিকাদের নিয়ে উদ্বোধন হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের সার্বিক সহযোগিতায় নরসিংদী জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে প্রশিক্ষণটির উদ্বোধনী অনুষ্ঠানটি ১৫/০১/২০২৪ তারিখে  মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন এবং খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, তোমাদের বিশ্বসেরা দৌড়বিদ উসাইন বোল্ট এর মত হতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোস্তফা মনোয়ার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: শাহিনুল ইসলাম ভূইয়া এবং জেলা ক্রীড়া সংস্থার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনূর্ধ্ব-১৫ বছর বয়সী ৩৫জন প্রশিক্ষণার্থী নিয়ে এ কার্যক্রমটি শুরু হয়।

সংবাদটি সর্বমোট 219 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *