নরসিংদীর নবকণ্ঠ ডেস্ক:
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় আজ মঙ্গলবার নরসিংদী জেলার রায়পুরা উপজেলার সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনূর্ধ্ব-১৬ বছরের খেলোয়াড়দের তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং প্রতিভাবান খেলোয়াড় নির্ধারণের লক্ষ্যে সম্পন্ন হলো অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
নরসিংদী জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী। জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব উদ্দিন ও সহকারী শিক্ষকবৃন্দ।
ছোট ও বড় পর্যায়ে বালক বালিকাদের আলাদা ইভেন্ট যেমন- ১০০মিটার দৌড়, দীর্ঘ লাফ, গোলক নিক্ষেপ, মোরগ লড়াই ইত্যাদি খেলার আয়োজন করা হয়। প্রতিটি খেলায় ১ম, ২য় ও ৩য় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
৬০জন শিক্ষার্থীর অংশগ্রহণে মোট ৩৬জন খেলোয়াড় পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করে।
সংবাদটি সর্বমোট 207 বার পড়া হয়েছে