নরসিংদীতে ১ম আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীর উদ্বোধন, আলোচনা সভা ও আনন্দ র‍্যালি

নরসিংদীর নবকণ্ঠ ডেস্ক:
গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রাণতোষ আর্ট স্কুলের আয়োজনে নরসিংদীতে ১ম আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী-২০২৪ উদ্ভোধন, আলোচনা সভা ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপািস্থত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম। নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিঃ এর ভাইস প্রেসিডেন্ট আনিসুর রহমান ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মাখন দাস, ভারতের চিত্রশিল্পী সুমন রায়। অনুষ্ঠানটির আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন প্রাণতোষ আর্ট স্কুলের পরিচালক প্রাণতোষ দত্ত।
আলোচনা অনুষ্ঠানের পূর্বে নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমী (নতুন ভবন) পর্যন্ত প্রদক্ষিণ করে।
এ সময় জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ, প্রাণতোষ আর্ট স্কুলের ছাত্র-ছাত্রী, অভিভাবকগণ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও নারী উদ্দ্যোক্তাগণ এ আনন্দ র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালির পর বেলুন উড়িয়ে ১ম আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী- ২০২৪ উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম।
প্রাণতোষ আর্ট স্কুলের আয়োজনে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি নরসিংদী (নতুন ভবন) প্রাঙ্গনে ৫ দিন ব্যাপী চিত্র প্রদর্শনির উদ্ভোধন, চিত্র প্রদর্শনীর গ্যালারী ও নরসিংদী জেলার নারী উদ্যোক্তাদের পিঠা প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম।

-শান্ত বণিক/নবকণ্ঠ

সংবাদটি সর্বমোট 495 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *