নরসিংদীর নবকণ্ঠ ডেস্ক:
আজ ১৭ ফেব্রুয়ারি শনিবার নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ বাজার সংলগ্ন এম আর ইন্টারন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক কৃতি শিক্ষার্থী ও সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠিতা মোস্তাফিজুর রহমান মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন, শেকড় সন্ধানি লেখক ও গবেষক, ফখরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তরুন ব্যবসায়ী ও সমাজসেবক এস আলম, রাসেল খন্দকার, সমাজসেবক ও শিক্ষানুরাগী, মো: জসিম উদ্দিন সরকার প্রধান শিক্ষক, সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, নরসিংদী, প্রধান শিক্ষক, মো: জাকারিয়া, মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ সময় এলাকার শিক্ষাবান্ধব ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। স্কুলের মেধাবী শিক্ষার্থীকে ট্যানেলপুলে ও সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাঝে সম্মাননা স্মারক নগদ অর্থ এবং সার্টিফিকেট প্রদান করা হয়, কৃষি খাতে বিশেষ অবদান রাখায় ও সমাজকে অনুপ্রাণিত করার জন্য পাঁচজন কৃষক কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন। এই বিদ্যালয়ের ২৪৫ জন শিক্ষার্থী ও অভিভাবক এই কৃতি শিক্ষার্থী ও সংবর্ধনা অনুষ্ঠানকে আলোকিত এবং সফল করেন। অনুষ্ঠান কে সুন্দর মনোরম করার জন্য শিশু শিক্ষার্থীদের গজল, কবিতা, গান ও নৃত্য পরিবেশনার মাধ্যমে সকলকে মুগ্ধ করেন।
সংবাদটি সর্বমোট 282 বার পড়া হয়েছে