নরসিংদীর নবকণ্ঠ ডেস্ক:
আজ বুধবার (১৩ মার্চ) রাতে নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কিস্তিবাসদী নামক স্থানে পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একটি এক্সক্যাভেটর আটক করা হয়।
এ সময় অপরাধী হরিনারায়ণপুর গ্রামের সুমন আকন্দকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালতে ১ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তেগীর।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তেগীর জানান, অপরাধী সুমন আকন্দ তার অপরাধ স্বীকার করায় তাৎক্ষণিকভাবে ১ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। তিনি আরও বলেন, জেলা প্রশাসক ড. বদিউল আলম স্যারের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান স্যারের তত্বাবধানে মনোহরদী উপজেলায় অবৈধ ভাবে বালু উত্তোলন ও আবাদি জমির উর্বর মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
-শান্ত বণিক/নবকণ্ঠ
সংবাদটি সর্বমোট 186 বার পড়া হয়েছে