পলাশে ফসলি জমিতে বালু ভরাটের অভিযোগে ৪ লক্ষ টাকা অর্থদণ্ড 

নরসিংদীর নবকণ্ঠ ডেস্ক:
আজ (১৫ মার্চ) শুক্রবার নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর নামক জায়গায় অবৈধভাবে ড্রেজার দিয়ে ফসলি জমিতে বালু ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ পৃথক ২টি মামলায় ৪ জনকে ৪ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১মাসের কারাদণ্ড দেয়া হয়।
এ সময় ড্রেজার মেশিনের ব্যাটারিগুলো জব্দ করা হয় এবং বালুর সংযোগ পাইপগুলো বিচ্ছিন্ন করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
-শান্ত বণিক/নবকণ্ঠ

সংবাদটি সর্বমোট 91 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *