এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন নরসিংদীর জেলা প্রশাসক

নরসিংদীর নবকণ্ঠ ডেস্ক: 
গতকাল সোমবার (১৮ মার্চ) নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর সরকারি শিশু পরিবারের (বালক) ৬৮ জন এতিম শিশুদের সঙ্গে নিয়ে ইফতার করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম।
এ সময় তিনি সরকারি শিশু পরিবার পরিদর্শন ও শিশুদের খোঁজ নেন।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) হাছিবা খানের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীর, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম ভুইয়া (পিপিএম) ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনির হোসেন প্রমুখ।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) হাছিবা খান বলেন, এখানে শিশুদের সুন্দরভাবে বেড়ে উঠার সকল সুযোগ সুবিধা রয়েছে। আমরা সবসময় খেয়াল রাখি তাদের যেন কোনো সমস্যা না হয়। এখানকার বাচ্চারা লেখাপড়া করে সরকারি চাকরিতে যোগদান করছে।
জেলা প্রশাসক ড. বদিউল আলম বলেন, সমাজে অনেক শিশু রয়েছে যারা সুবিধা বঞ্চিত। তারা হয়ত অনেকেই ঝড়ে পড়ছে শিক্ষার আলো থেকে। শিশু পরিবারের শিশুদের সঙ্গে ইফতার করে অনেক ভালো লাগছে। শিশু পরিবারে শিক্ষার জন্য সুন্দর পরিবেশ রয়েছে।
-শান্ত বণিক/নবকণ্ঠ 

সংবাদটি সর্বমোট 161 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *