মনোহরদীর ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার ও বালু জব্দ

নরসিংদীর নবকণ্ঠ ডেস্ক:

আজ মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের শিমুলতলীতে ব্রহ্মপুত্র নদীতে ড্রেজার মেশিন স্থাপন করে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ড্রেজার ও উত্তোলিত বালু জব্দ করা হয়। বালু অপসারণের অভিযোগে ৩টি ট্রলি আটক করা হয়। তাৎক্ষণিকভাবে কোন অপরাধী আটক করা যায় নি বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তেগীর।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তেগীর জানান, জেলা প্রশাসক ড. বদিউল আলম স্যারের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান স্যারের তত্বাবধানে মনোহরদী উপজেলায় অবৈধ ভাবে বালু উত্তোলন ও আবাদি জমির উর্বর মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজকে লেবুতলা ইউনিয়নের শিমুলতলীতে ব্রহ্মপুত্র নদীতে ড্রেজার মেশিন স্থাপন করে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।

-শান্ত বণিক/নবকণ্ঠ

সংবাদটি সর্বমোট 175 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *