মনোহরদীতে জীবন জীবিকা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

আজমিরী সুলতানা, মনোহরদী থেকে:
নরসিংদীর মনোহরদী উপজেলায় ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম এর আওতায় জীবন জীবিকা বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ আজ শুক্রবার সম্পন্ন হয়েছে।
প্রশিক্ষণে স্কুল এবং মাদ্রাসার ১৫০ জন শিক্ষক শিক্ষিকা  অংশ নিয়েছে। প্রতিটি রুমে ৫০ জন করে প্রশিক্ষণার্থী দুজন মাস্টার ট্রেইনারের তত্ত্বাবধানে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রশিক্ষণ গ্রহণ করেছে।
শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য দুজন মাস্টার ট্রেইনার হলেন মো. হিরন মিয়া এবং রতন চন্দ্র শীল খুব ভালোভাবে প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষণ দিয়েছেন।
আরো জানা গেছে বর্তমান কারিকুলাম এর দশটি বিষয়ের একটি হলো জীবন জীবিকা যা অত্যন্ত বাস্তব সম্মত এবং বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আগামী প্রজন্ম যাতে এগিয়ে যেতে পারে তারই ফলশ্রুতি হবে এ বিষয়টি।
৪৩টি অকুপেশন এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দমত অকুপেশন বেছে নিয়ে নিজেকে তৈরি করতে পারবে এমনই মতামত শিক্ষকদের। বর্তমান সরকারের বিশেষ নির্দেশনায় উপজেলা পর্যায়ে সেসিপ পরিচালক, উপসচিব পর্যায়ের কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তারা পরিদর্শন  করেন।

সংবাদটি সর্বমোট 384 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *