নরসিংদীর নবকণ্ঠ ডেস্ক:
নরসিংদীতে স্পেশাল অলিম্পিক বাংলাদেশের আয়োজনে শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ০৩ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ফ্যামিলি হেলথ্ ফোরাম প্রশিক্ষণ। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকদের নিয়ে প্রশিক্ষণটিতে অংশগ্রহণ করেছে অর্ধশতাধিক শিশুর মা।
নরসিংদী সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে ডায়াবেটিস এর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন নরসিংদীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুৃমন।
সুষম খাদ্যের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন নরসিংদী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. সঞ্জয় কুমার সাহা। শিশুদের মানসিক রোগের বিষয় নিয়ে আলোচনা করেন প্রয়াস’র প্রধান মনোবিজ্ঞানী ফারহানা আফরিন। বাংলাদেল অ্যাথলেটিক ফেডারেশন ঢাকার কোচ মোর্তজা ইকবাল নূরী প্রতিবন্ধী ব্যক্তিদের শারিরীক ফিটনেসের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, স্পেশাল অলিম্পিক বাংলাদেশের প্রজেক্ট সমন্বয়কারী অরিন্দম পান্ডে।
প্রশিক্ষনটি সঞ্চালনা করেন, নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার।
সংবাদটি সর্বমোট 217 বার পড়া হয়েছে