জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ক্লাস পার্টি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। রোববার (০১ ডিসেম্বর ) বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এ ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়।

নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা: সৈয়দ আমিরুল হক শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অঞ্জন দাশ, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু নঈম মোহাম্মদ জাহাঙ্গীর, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. মো: আবু কাউছার সুমন, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ কর্মকর্তা) মাহমুদা জাহান, সহকারী কমিশনার এ এইচ এম আজিমুল হক ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ক্লিনিক্যাল থেরাপিষ্ট ডা: আবদুল্লাহ আল রাসেদ।

ক্লাস পার্টি অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক সকল শিক্ষার্থীদের আনন্দ মুখর পরিবেশ সবাইকে গোলাপ ফুল দিয়ে অভিবাদন জানান এবং শিক্ষার্থীদের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ উপহার ও চকলেট তুলে দেন। এসময় শিক্ষার্থীদের কন্ঠে দেশের গান সহ প্রতিবন্ধীদের নিয়ে রচনা করা গান শুনেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক শিক্ষার্থীদের প্রতিভার পারফরম্যান্স দেখে বলেন, তাদের এই বিশেষ প্রতিভা, সুস্থ ধারার ছেলে মেয়েদের থেকেও এগিয়ে। তাই তাদের প্রতিভাকে কাজে লাগিয়ে মানব সম্পদে গড়ে তুলতে হবে। দেশ এখন অনেক এগিয়ে, এই জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আমরা পাশে আছি এবং সমাজের সুশীল সমাজ ও শিল্পপতি এই কোমলমতি শিশুদের পাশে থাকার আহবান জানাচ্ছি। এই বিদ্যালয়ের অনেক শিশুরাই এখন স্বাভাবিক জীবনে চলে আসছে, তাদেরকে বিভিন্ন ভোকেশনাল কাজে দক্ষ করে তুলতে হবে।

এ সময় বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

সংবাদটি সর্বমোট 159 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *