নবকণ্ঠ ডেস্ক:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৭ হাজার ৯৮০ জনের মৃত্যু হলো। মারা যাওয়া দুইজনই ঢাকা মহানগরীর বাসিন্দা।
সোমবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
যে সব উপসর্গে বুঝবেন আপনি ওমিক্রনে আক্রান্ত যে সব উপসর্গে বুঝবেন আপনি ওমিক্রনে আক্রান্ত বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৮৯১ জনের নমুনা পরীক্ষা করা হলে ২২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭৬ হাজার ১১ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ২৮০ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪০ হাজার ৫৯৭ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই পুরুষ।বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন ও ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন রয়েছে। সূত্র: ইত্তেফাক/ইউবি
সংবাদটি সর্বমোট 247 বার পড়া হয়েছে