নিজস্ব প্রতিবেদক:
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১/২২ এর আওতায় গত রবিবার নরসিংদী সদর উপজেলায় অনূর্ধ্ব-১৮ শিক্ষার্থীদের “ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু। সভাপতিত্ব করেন নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শিউলী আক্তার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ।
নরসিংদী জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে প্রতিযোগিতাটি সম্পন্ন হয়। প্রতিযোগিতায় চারটি বিদ্যালয় অংশগ্রহণ করে। ব্রাহ্মন্দী গার্লস হাই স্কুল চ্যাম্পিয়ন এবং নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে (দ্বৈত এবং একক)।
খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন এবং রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন।
পুরস্কার ও সনদ বিতরণী শেষে জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে খেলার সামগ্রী বিতরণ করা হয়।
সংবাদটি সর্বমোট 198 বার পড়া হয়েছে