নরসিংদীতে ৫০ জনের করোনা শনাক্ত

নবকণ্ঠ ডেস্ক:

নরসিংদীতে গত ২৪ ঘন্টায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। রবিবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাড়াল ১২ হাজার ৫২৬ জনে।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় মোট ১৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। র‌্যাপিড অ্যান্টিজেনের এই পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৭৮ শতাংশ। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ২৮ জন সদর উপজেলার, ১ জন রায়পুরায়, ৫ জন বেলাব, ৩ জন মনোহরদী ও ১৩ জন শিবপুরের বাসিন্দা।

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৬৩ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে মোট করোনা রোগীর সংখ্যা ৯৯৭ জন। এরমধ্যে ৫ জন হাসপাতালে ও বাকী সবাই হোম আইসোলেশনে। এছাড়া হাসপাতালে ভর্তি সন্দেহজনক করোনা রোগীর সংখ্যা ১৫ জন।

জেলায় এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৬ হাজার ৮৪৫ জন, রায়পুরাতে ৬৩৮ জন, বেলাবোতে ৮৩০ জন, মনোহরদী ৯১৩ জন, শিবপুরে ১ হাজার ৫৫১ জন, পলাশে ১ হাজার ৭৪৯ জন।

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯২ জন। এর মধ্যে সদরে ৪১ জন, রায়পুরায় ৯ জন, বেলাবতে ৯ জন, মনোহরদী ১১ জন, শিবপুরে ৯ জন, পলাশে ১৩ জন রয়েছেন। সূত্র: নরসিংদী টাইমস

সংবাদটি সর্বমোট 252 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *