নরসিংদীর নবকণ্ঠ ডেস্ক:
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ঘন কুয়াশার কারণে দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে। আজ সোমবার রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল র্পযন্ত সারাদেশের অনেক জায়গায় মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘœ ঘটতে পারে।
পরর্বতী ৭২ ঘন্টার আবহাওয়ার র্পূবাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর র্পযন্ত বিস্তৃত রয়েছে।
আজ ঢাকায় বাতাসের গতি ও দিক সম্পর্কে বলা হয়েছে, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সোমবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপক্ষেকি আদ্রতা ছিল ৯৪ শতাংশ।
রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ডে ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সোমবার সর্বনি¤œ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় র্সূযাস্ত সন্ধ্যা ৫ টা ২২ মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় ভোর ৬ টা ৪২ মিনিটে। সূত্র: বাসস
সংবাদটি সর্বমোট 211 বার পড়া হয়েছে