চট্টগ্রামে পল্লী মঙ্গল কর্মসূচী’র উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নরসিংদীর নবকণ্ঠ ডেস্ক:
পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) নামক বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে বন্যার্তদের  মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত রবিবার থেকে বৃহস্পতিবার সপ্তাহ ব্যাপি ফটিকছড়ি, হাটহাজারী বোয়ালখালি, পটিয়া সহ চট্টগ্রাম জোনের ১০টি শাখায় প্রায় দুই হাজারের অধিক গরিব ও অসহায় বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, দুই কেজি মুসুরডাল, এক কেজি লবন ও ৫০০ গ্রাম গুঁড়ো দুধ। খাদ্য সামগ্রী বিতরণকালে ফটিকছড়ি শাখায় উপস্থিত ছিলেন  ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী এবং হাটহাজারী শাখায় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান।
সকল শাখায় উপস্থিত ছিলেন সংস্থাটির উপ-পরিচালক মো. ফিরোজ আল মামুন, সহকারী পরিচালক মো: মোমিনুল ইসলাম, জোনাল আইটি এনামুল হক চৌধুরী,  জোনাল এও মাহফুজার রহমান ও সকল শাখার শাখা ব্যবস্থাপকগণ সহ অন্যান্য কর্মকতাবৃন্দ।

সংবাদটি সর্বমোট 146 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *