জাহিদ নু’মানী :
গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর তীরে দুই পর্বের আসন্ন বিশ্ব ইজতেমার প্রস্তুতি শুরু হয়ে গেছে। ময়দানজুড়ে এখন খুঁটি স্থাপনের কাজ চলছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েতের এ আয়োজন সফল করতে কিশোর থেকে বৃদ্ধ বহু মানুষ স্বেচ্ছাশ্রমের জন্য ইজতেমা ময়দানে আসছেন। ১৩, ১৪, ১৫ জানুয়ারি প্রথম এবং ২০, ২১, ২২ জানুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা হবে।
বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে এসে খুঁটি স্থাপন, তাঁবু টানানো, নামাজের লাইন তৈরির কাজ করছেন। মাঠজুড়ে চলছে কর্মব্যস্ততা। কেউ খুঁটি পোঁতার জন্য গর্ত করছেন, কেউ বাঁশ কাটছেন আর তাদের তদারক করছে তাবলিগের একটি দল। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এসব কাজ।
সংবাদটি সর্বমোট 186 বার পড়া হয়েছে