নবকণ্ঠ ডেস্ক:
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা ও নরসিংদী জেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সামাজিক-রাজনৈতিক-ধর্মীয় সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের অংশীদারগণের অংশগ্রহণে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা আজ সোমবার ১৮ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এঁর সভাপতিত্বে সভায় পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূইয়া, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ‘৭১ এর সভাপতি আবদুল মোতালিব পাঠান, পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ও সদস্য সচিব, ইমাম সমিতির সভাপতি সহ নেতৃস্থানীয় আলেমগণসহ অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দ, র্যাব এর ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন ও প্রান্তিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেষ্ট থাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সংবাদটি সর্বমোট 261 বার পড়া হয়েছে