নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে পৃথক অভিযানে বিদেশী অস্ত্র, গুলি ও ইয়াবা সহ ২ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আল আমিন।
এর আগে বুধবার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদীর রায়পুরার মির্জার চর এলাকার মোঃ লিটন মিয়া (৩২) ও নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বগাদী এলাকার মোঃ মামুন (৩২)।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক মোঃ জামিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে সদর থানার ঘোড়াদিয়া এলাকার একটি বন্ধ অটো গ্যারেজের পাশের গলি পথে অভিযান চালায়। এসময় দুই রাউন্ড গুলি ভর্তি অবস্থায় একটি বিদেশী সচল পিস্তল জব্দ করাসহ মোঃ লিটন মিয়াকে গ্রেপ্তার করেন। এই ঘটনায় সদর মডেল থানায় মামলা হয়েছে। এর আগেও লিটন মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ০৫ টি মামলা রয়েছে।
অপরদিকে জেলা গোয়েন্দা শাখার অপর একটি দল মাধবদী থানার সাগরদী শান্তির বাজারের একটি চায়ের দোকানের সামনে থেকে ৬ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মামুনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় মাধবদী থানায় মামলা হয়েছে। সূত্র: নরসিংদী টাইমস
সংবাদটি সর্বমোট 171 বার পড়া হয়েছে