প্রেস বিজ্ঞপ্তি:
এসআই (নিঃ) এম নঈমুল ইসলাম মোস্তাক, এসআই (নিঃ) মোঃ কবির হোসেন, এএসআই (নিঃ)রাহুল মজুমদার সর্ঙ্গীয় ফোর্স সহ অদ্য ১৬/১০/২২ তারিখ রাত্রী ০১.২০ ঘটিকার সময় চরসিন্দুর ব্রীজের নিকট ডিউটিকরা কালে সন্দেহভাজন দুজন ব্যাক্তিকে আটক করে দেহ তল্লাশী করে আসামী নয়ন মিয়ার পরিহিত লুঙ্গির ডান কোচরে গুজা অবস্থায় ০১ (এক) টি পিস্তল, একটি ম্যাগজিন, ম্যাগজিনের ভিতর ০২ (দুই) রাউন্ড গুলি ভর্তি এবং ধৃত আসামী সালাম এর দেহ তল্লাশী কালে পরিহিত লুঙ্গির ডান পাশের কোচরে গুজা গোল্ডলিফ সিগারেটের প্যাকেটের ভিতর রক্ষিত অবস্থায় ০৬(ছয়) রাউন্ড থ্রি নট থ্রি (৩০৩) রাইফেলের গুলি উদ্ধার করেন।
আসামীরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। আসামী নয়নের বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে ১। নরসিংদী এর মনোহরদী থানার, এফআইআর নং-৬/২৯৫, তারিখ- ০৫ ডিসেম্বর, ২০১৮; সময়- ০৯.৩০ ঘটিকা ধারা- ১৯-a/১৯(f) ১৮৭৮ সালের অস্ত্র আইন; ২। নরসিংদী এর মনোহরদী থানার ,এফআইআর নং-৫/২৯৪, তারিখ- ০৪ ডিসেম্বর, ২০১৮; সময়- ১৪.০৫ ঘটিকা ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০; ৩। নরসিংদী এর মনোহরদী থানার ,এফআইআর নং-১৩/৬১, তারিখ- ১৭ মার্চ, ২০১৮; সময়- ১৩.৩০ ঘটিকা ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; ৪। নরসিংদী এর মনোহরদী থানার, এফআইআর নং-১১/২৭৯, তারিখ- ২৭ ডিসেম্বর, ২০১৭; সময়- ০১.৩০ ঘটিকা ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; ৫। নরসিংদী এর মনোহরদী থানার, এফআইআর নং-৫/১৯, তারিখ- ০৭ ফেব্রুয়ারি, ২০১৭; সময়- ১২.০৫ ঘটিকা ধারা- ১৪৭/১৪৮/১৪৯/৩৩২/৩৫৩/৩০৭ পেনাল কোড-১৮৬০; ৬। নরসিংদী এর মনোহরদী থানার, এফআইআর নং-১৪/১৪, তারিখ- ২৮ জানুয়ারি, ২০১৭; সময়- ২০.৩৫ ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০; ৭। নরসিংদী এর মনোহরদী থানার ,এফআইআর নং-১৬, তারিখ- ২৪ এপ্রিল, ২০১৫; সময়- ১১.৩৫ ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; ৮। নরসিংদী এর মনোহরদী থানার ,এফআইআর নং-২/৪৪, তারিখ- ০৫ মে, ২০২২; জি আর নং-৪৪/২২, তারিখ- ০৫ মে, ২০২২; সময়- ১৩.৩০ ঘটিকায় ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; ৯। নরসিংদী এর মনোহরদী থানার ,এফআইআর নং-৮/৬৯, তারিখ- ২৩ জুলাই, ২০২২; জি আর নং-৬৯, তারিখ- ২৩ জুলাই, ২০২২; সময়- ১৪.০৫ ঘটিকা ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; ১০। নরসিংদী এর পলাশ থানার, এফআইআর নং-৯/০৯, তারিখ- ৩০ জানুয়ারি, ২০২২; জি আর নং-০৯/২২, তারিখ- ৩০ সেপ্টেম্বর, ২০২২; সময়- ১৪.২০ ঘটিকা। ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০;
আসামী সালামের বিরুদ্ধে মোট ১২ টি মামলা রয়েছে ১। নরসিংদী এর বেলাব থানার ,এফআইআর নং-১১, তারিখ- ২৮ আগস্ট, ২০২২; জি আর নং-৮১, তারিখ- ২৮ আগস্ট, ২০২২; সময়- ১০.৩৫ ঘটিকা ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী – চার্জশীট :-১০০,
২। নরসিংদী এর বেলাব থানার ,এফআইআর নং-১২, তারিখ- ২৮ আগস্ট, ২০২২; জি আর নং-৮২, তারিখ- ২৮ আগস্ট, ২০২২; সময়- ১০.৫০ ঘটিকা ধারা- ১৯-a/১৯(f) ১৮৭৮ সালের অস্ত্র আইন; ৩। নরসিংদী এর মাধবদী থানার ,এফআইআর নং-১১, তারিখ- ২০ সেপ্টেম্বর, ২০২২; জি আর নং-১৯৫, তারিখ- ২০ সেপ্টেম্বর, ২০২২; সময়- ১০.১০ ঘটিকা ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; ৪। নরসিংদী এর মাধবদী থানার ,এফআইআর নং-১২, তারিখ- ২০ সেপ্টেম্বর, ২০২২; জি আর নং-১৯৬, তারিখ- ২০ সেপ্টেম্বর, ২০২২; সময়- ১০.১৫ ঘটিকা। ধারা- 19A/19(f) ১৮৭৮ সালের অস্ত্র আইন; ৫। নরসিংদী এর বেলাব থানার ,এফআইআর নং-১, তারিখ- ০৩ নভেম্বর, ২০১৯; জি আর নং-১৬৪, তারিখ- ০৩ নভেম্বর, ২০১৯; সময়- ১৮.১০ ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০; ৬। নরসিংদী এর বেলাব থানার ,এফআইআর নং-১০, তারিখ- ২০ ডিসেম্বর, ২০১৫; সময়- ১১.৫০ ধারা- ৪৬১/৩৮০/৪১১ পেনাল কোড-১৮৬০; ৭। নরসিংদী এর মনোহরদী থানার ,এফআইআর নং-১৩, তারিখ- ২৮ নভেম্বর, ২০১৪; সময়- ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; ৮। নরসিংদী এর বেলাব থানার ,এফআইআর নং-৬, তারিখ- ১০ এপ্রিল, ২০১৪; সময়- ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; ৯। নরসিংদী এর বেলাব থানার ,এফআইআর নং-৩, তারিখ- ০৭ সেপ্টেম্বর, ২০১১; সময়- ধারা- ৩৮০/৪১১ পেনাল কোড-১৮৬০; ১০। নরসিংদী এর মাধবদী থানার ,এফআইআর নং-১৬, তারিখ- ২৭ সেপ্টেম্বর, ২০২২; জি আর নং-২০০, তারিখ- ২৭ সেপ্টেম্বর, ২০২২; সময়- ০০.১৫ ঘটিকা। ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; ১১। নরসিংদী এর মনোহরদী থানার, এফআইআর নং-১৩/৬১, তারিখ- ১৭ মার্চ, ২০১৮; সময়- ১৩.৩০ ঘটিকা ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; ১২। ডিএমপি এর খিলক্ষেত থানার ,এফআইআর নং-১৮, তারিখ- ২৮ অক্টোবর, ২০১০; সময়- ১৯.০৫ ঘটিকা ধারা- ৪১৩ পেনাল কোড-১৮৬০ রয়েছে।
আসামীদের নাম ও ঠিকানা
১। নয়ন মিয়া (৪০), পিতা- আব্দুল আজিজ, গ্রাম- ঝালোয়াপাড়া (ঝালকান্দি) , থানা- মনোহরদী, জেলা -নরসিংদী।
২। মোঃ আঃ সালামছালাম (৫৫), পিতা- মৃত ফালু মিয়া গ্রাম- বীর বাঘবের, থানা- বেলাবো, জেলা -নরসিংদী।
উদ্ধারকৃত আলামত
ক) ০১ (এক) টি সচল পিস্তল,
খ) ০১ টি ম্যাগজিন ,
গ)০২ (দুই) রাউন্ড পিস্তুলের গুলি ,
ঘ)০৬(ছয়) রাউন্ড থ্রি নট থ্রি (৩০৩) রাইফেলের গুলি ।
এ বিষয়ে পলাশ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংবাদটি সর্বমোট 138 বার পড়া হয়েছে