নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে জমে উঠেছে কোরবানির পশুর হাটের বেচাকেনা। ঈদ ঘনিয়ে আসায় জেলার স্থায়ী ও অস্থায়ীভাবে বসা ৮৩টি পশুর হাটে বেড়েছে ক্রেতার ভিড়।
বুধবার সরেজমিন জেলার বৃহৎ শিবপুর উপজেলার পুটিয়া পশুর হাটে গিয়ে দেখা যায়, বিকাল থেকে পশুর বেচাকেনা পুরোদমে শুরু হয়েছে। সন্তোষজনক বেচাকেনা হলেও গো-খাদ্যের দাম বাড়ায় পশুর দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। এতে মধ্যবিত্ত শ্রেণির মানুষকে বাজেট অনুযায়ী পশু কিনতে হিমশিম খেতে হচ্ছে। সবকটি বাজারে ছোট ও মাঝারি আকারের গরুর বেশি চাহিদা বলে জানান ক্রেতা বিক্রেতারা। এ বছর দেশের বাইরে থেকে পশু আমদানি না হওয়ায় লোকসানের আশংকা নেই খামারীদের। বিক্রেতা ও পাইকাররা অল্প লাভেই বিক্রি করছেন দেশিয় গরু। ঈদ ঘনিয়ে আসায় শেষ মুহুর্তে বেচাকেনা আরও বাড়বে বলে আশাবাদী বিক্রেতারা।
সংবাদটি সর্বমোট 287 বার পড়া হয়েছে