নরসিংদীতে নবনির্বাচিত ইউপি মেম্বারদের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে নবনির্বাচিত ইউপি মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী মোর্শেদ শপথ বাক্য পাঠ করান।

জেলা শিশু একাডেমী মিলনায়তনে সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের ১০৮ জন মেম্বার ও সংরক্ষিত মেম্বার শপথ বাক্য পাঠ করেন। ইউনিয়নগুলো হলো-চিনিশপুর, হাজীপুর, করিমপুর, নজরপুর, শীলমান্দি, মেহেরপাড়া, পাইকারচর, কাঠালিয়া ও আমদিয়া।

শপথ অনুষ্ঠানে নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন ভুঁইয়া, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি সর্বমোট 234 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *