নরসিংদীতে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

 

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে পৃথক স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার দিবাগত রাতে নরসিংদী মডেল থানাধীন ঘোড়াদিয়া ও ভেলানগর এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- জেলার শিবপুর থানার শেরপুর পূর্ব পাড়ার বাচ্চু মিয়ার ছেলে মোহাম্মদ হাবিবুর রহমান (২২) ও বেলাব থানার মরিচাকান্দি (দুলালকান্দি) এলাকার জান্টু মিয়ার ছেলে আল আমিন (৩১)।

গোয়েন্দা পুলিশ জানায়, উপপরিদর্শক নূরে আলম ও নজরুল ইসলাম এর নেতৃত্বে একটি দল ঘোড়াদিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ২০০ পিস ইয়াবাসহ মোহাম্মদ হাবিবুর রহমান নামে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে উপপরিদর্শক কবির উদ্দিন এবং সঙ্গীয় অফিসার সহকারী উপপরিদর্শক সোহেল রানার নেতৃত্বে একটি দল ভেলানগরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি হোটেলের সামনে থেকে ৬ কেজি গাঁজাসহ আল আমিন নামে একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আলামিনের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলা এবং নরসিংদী জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

সংবাদটি সর্বমোট 160 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *