নরসিংদীর নবকণ্ঠ ডেস্ক:
নরসিংদীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দশটি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বেসরকারিভাবে গড়ে উঠা বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে নরসিংদী স্বাস্থ্য বিভাগ।
আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী সদর উপজেলার জেলখানা মোড় এলাকায় গড়ে ওঠা বেসরকারি হাসপাতাল হলি জেনারেল এন্ড ট্রমা হসপিটাল ও মা জেনারেল হসপিটালে অভিযান পরিচালনা করা হয়।
নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে হলি জেনারেল এন্ড ট্রমা হসপিটাল ও মা জেনারেল হসপিটালের সঠিক কাগজপত্র না থাকায় এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধসহ অপারেশনে ব্যবহৃত বিভিন্ন উপকরণ সঠিক না থাকায় ভোক্তা অধিকার আইনে তাদেরকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ সময় নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার সাহা, ভোক্তা অধিকার কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি সর্বমোট 220 বার পড়া হয়েছে