নিজস্ব প্রতিবেদক:
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় নরসিংদী জেলার বিভিন্ন বিদ্যালয় ও ক্রীড়া ক্লাবের অনূর্ধ্ব-১৫ বছরের বালকদের নিয়ে আয়োজিত মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের সার্বিক সহযোগিতায় নরসিংদী জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে প্রশিক্ষণটির সমাপনী অনুষ্ঠান আজ বুধবার মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার, নরসিংদী সদর আসমা সুলতানা নাসরীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন। জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনূর্ধ্ব-১৫ বছর বয়সী ৪০জন প্রশিক্ষণার্থীর মাসব্যাপী এ প্রশিক্ষণটি পরিচালনা করেন নরসিংদী জেলা ফুটবল কোচ মো: নাজমুল হাসান ডিসেন্ট এবং সার্বিক সহযোগিতা করেন মো: কবির হোসেন।
উল্লেখ্য গত ১৫/০১/২০২৪ তারিখে প্রশিক্ষণ কার্যক্রমটির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নরসিংদী ড. বদিউল আলম।
সংবাদটি সর্বমোট 279 বার পড়া হয়েছে