নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস শুরু হয়েছে। সোমবার সকালে মোছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে যুব গেমস এর উদ্বোধন করা হয়।
নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়ার সংস্থার সভাপতি আবু নইম মোহাম্মদ মারুফ খান প্রধান অতিথি হিসেবে এই গেমসের উদ্বোধন করেন। সোমবার ২ জানুয়ারী থেকে ১০ জানুয়ারী পর্যন্ত জেলা পর্যায়ের এই যুব গেমসে নরসিংদী জেলার রায়পুরা, বেলাব, মনোহরদী, শিবপুর, পলাশ ও সদর উপজেলা থেকে এথলেটিক্স, ব্যাডমিন্টন, কারাতে সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিরা অংশগ্রহণ করছে।
উদ্বোধনী দিনে ১০০ মিটার স্প্রিন্ট তরুণ ইভেন্টে শিবপুর উপজেলার ইয়াছিন ১ম এবং মনোহরদী উপজেলার মোকছেদ রায়হান অপু ২য় স্থান অর্জন করে। ১০০ মিটার স্প্রিট তরুণী ইভেন্টে পলাশ উপজেলার সাবিনা আক্তার রুবি ১ম স্থান এবং রায়পুরা উপজেলার জোনাকী ২য় স্থান অর্জন করে।
নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের প্রতিনিধি জোসনা আফরোজ, নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শাহিনুল ইসলাম ভূইয়া, জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু প্রমূখ।
সংবাদটি সর্বমোট 156 বার পড়া হয়েছে