নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর সারা আল হোসেন নেপালে অনুষ্ঠিতব্য এশিয়ান অনুর্ধ্ব-১২ দলগত প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হওয়ায় জেলা প্রশাসকের ভালবাসায় সিক্ত হয়েছে। নরসিংদীর সুনাম অক্ষুন্ন রাখায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান গত ২ জুন তার কার্য্যালয়ে সারা আল হোসেন কে ¯েœহাস্পদ ভালোবাসায় আবদ্ধ করেছেন।
বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় আঞ্চলিক টেনিস ফেডারেশন ও এশিয়ান টেনিস ফেডারেশন অনুমোদিত দক্ষিণ এশিয়া আঞ্চলিক বাছাই পর্বে (আই,টি,এফ) এশিয়ান অনুর্ধ্ব-১২ দলগত প্রতিযোগিতা ২২ এ অংশগ্রহণের জন্য বাংলাদেশ দল গঠনের লক্ষ্যে ২০-২২ মে পর্যন্ত অনুষ্ঠিত শেখ জামাল, জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনা ঢাকায় বাছাই পর্বের খেলায় চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে সারা আল হোসেন বাংলাদেশ অনুর্ধ্ব-১২ জাতীয় দলের জন্য সেরা নির্বাচিত হয়েছে। সে আগামী ১১ জুন নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। সে শহরের ভেলানগরস্থ আজিজ বোডিং মহল্লার বিশিষ্ট ব্যবসায়ী মো. জসিম উদ্দিন ও মমতাজ মুক্তার একমাত্র মেয়ে। সারা আল হোসেন আব্দুল কাদির মোল্লা ইন্টারন্যাশনাল স্কুলের ৩য় শ্রেণির একজন মেধাবী ছাত্রী। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়ার দরখাস্ত করেছেন। সে যাতে দেশের সুনাম অক্ষুন্ন রাখতে পারে।
সংবাদটি সর্বমোট 209 বার পড়া হয়েছে