নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করেন ডিসি

নরসিংদীর নবকণ্ঠ ডেস্ক:

নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করেন নরসিংদীর জেলা প্রশাসক (ডিসি) এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিদ্যালয়টি পরিদর্শন আসেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এ সময় সাথে ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনজন দাশ, নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার (স্টাফ অফিসার) এ. এইচ. এম. আজিমুল হক।
এছাড়া নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার, দৈনিক নরসিংদীর নবকণ্ঠের প্রধান সম্পাদক  শান্ত বণিক, বিদ্যালয়ের অন্যান্য সকল শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের সাথে কথা বলেন ও তাদের হাতে চকলেট তুলে দেন। অভিভাবকদের সাথে কুশল বিনিময় করেন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।

সংবাদটি সর্বমোট 192 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *