নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা প্রশাসন পরিচালিত দ্যুতিময় দুয়ার এর নরসিংদী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। রোববার বেলা ১১টায় বিদ্যালয় ক্যাম্পাসে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এর প্রতিনিধি হিসেবে বই তুলে দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) মো. আবু রিয়াদ।
এসময় বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হয়। বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবে শিক্ষার্থীদের অভিভাবকসহ শিক্ষক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সংবাদটি সর্বমোট 308 বার পড়া হয়েছে