নিজস্ব প্রতিবেদক:
আলহাজ্ব মনজুর এলাহী নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনোনীত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে স্বেচ্ছাসেবক দল ও যুবদল নেতা কর্মিরা। উপস্থিত নেতা কর্মিরা আলহাজ্ব মনজুর এলাহীকে নব গঠিত জেলা বিএনপির সদস্য সচিব নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
এ সময় উপস্থিত ছিল নরসিংদী শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল। নরসিংদী জেলা সেচ্ছা সেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ ফারুক আহামেদ ক্রেস্ট উপহার দেন। এ সময় আর উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক চৌধুরী, রায়পুরা উপজেলা যুব দলের সাধারন সম্পাদক নূর আহমদ চেীধুরী মানিক, রায়পুরা উপজেলা ছাত্র দলের সভাপতি প্রার্থী শামসুর রহমান, ছাত্র নেতা ফরহাদ , এডভোকেট জাহাঙ্গীর, মোবারক হোসেন কবির প্রমুখ।
সংবাদটি সর্বমোট 224 বার পড়া হয়েছে