নবকণ্ঠ ডেস্ক:
গতকাল সোমবার (২৭ জুন, ২০২২) নরসিংদী জেলার রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম।
রিজার্ভ অফিসে পৌঁছলে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), যায়েদ শাহরীয়ার। পুলিশ সুপার রিজার্ভ অফিসের সকল অফিসার ও ফোর্সের খোঁজখবর নেন। তিনি সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।
পরবর্তীতে পুলিশ সুপার রিজার্ভ অফিসের বিভিন্ন রেজিস্ট্রারপত্র পর্যালোচনা করেন এবং করণীয় সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান করেন।
সংবাদটি সর্বমোট 239 বার পড়া হয়েছে