নবকণ্ঠ ডেস্ক:
মৎস্য অধিদপ্তরের আওতাধীন ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর ‘ক্ষেত্র সহকারী’ পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ জানুয়ারি, ২০২২ তারিখ শুক্রবার বিকাল ৩ টায় অনুষ্ঠিতব্য লিখিত নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষার সংশোধিত তারিখ ও সময় সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে অবহিত করা হবে।
করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। এরই প্রেক্ষিতে এই নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া আরো কয়েকটি নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র: কালের কণ্ঠ
সংবাদটি সর্বমোট 261 বার পড়া হয়েছে