বিশ্বকাপ স্টেডিয়ামের বাইরে টিকেটহীন ভক্তদের মেসি উন্মাদনা

দোহা, ১৪ ডিসেম্বর, ২০২২ (বাসস/এএফপি) : গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বিশ^কাপের সেমি ফাইনাল চলাকালে লুসাইল স্টেডিয়ামের ভেতর থেকে আসা দর্শকদের গর্জন শুনেই নিকোলাস মন্টেজ বলে দিলেন প্রথম গোলটি করেছেন লিওনেল মেসি।
স্টেডিয়ামের বাইরে অপেক্ষমান হাজার হাজার ভক্তদের একজন বললেন, মেসির গোল না হলে এত বিকট চিৎকার হতো না। মেসির সেই ১০ নম্বর জার্সি পরিহিত ২৯ বছর বয়সি ভক্ত যোগ করেন, গোলটি যদি ক্রোয়েশিয়া করতো তাহলে মাঠ থাকতো নিরব। মেসির জন্যই সেখানে গেছে সবাই।’ আলবিসেলেস্তেদের আরেক সমর্থক সান্টিনো রোজা বলেন,‘ এই প্রথম, আমি আর্জেন্টিনা ম্যাচের টিকিট পাইনি। ভিতরে যেতে না পেওে আমার মন খারাপ। তবে এখানে থাকতে পেরে আমি অন্তত সবার আগে জানতে পারছি গোল হয়েছে। একটি যদি মেসির গোল হয় তাহলে তো কথাই নেই।’
গণমাধ্যমে রিপোর্ট অনুযায়ী ৩৫ হাজারেরও বেশী আর্জেন্টাইন সমর্থক বিশ^কাপের জন্য কাতার এসেছে। মেসির শিরোপা জয়ের আশায় এদের অধিকাংশ সেখানেই অবস্থান করছে। এদের মধ্যে বিপুল সংখ্যক সমর্থক সেমি-ফাইনালের টিকিট সংগ্রহ করতে পারেনি। ফলে দক্ষিন এশিয়ার অভিবাসী শ্রমিকদের সঙ্গে দোহারে বিভিন্ন বড় পর্দায় খেলা দেখার জন্য জড়ো হয়েছেন মেসি ভক্ত এসব আর্জেন্টাইন সমর্থকরা।

সংবাদটি সর্বমোট 123 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *