বেলাব প্রতিনিধি:
আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বেলাব উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদার চার কক্ষ বিশিষ্ট একটি ঘর ও প্রতিবেশি সাত্তার খন্দকারের অপর একটি টিনসেড ঘর। বুধবার দুপুরে বেলাব উপজেলার বেলাব মাটিয়ালপাঁড়া গ্রামে এই আগুন লাগার ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ভাইস চেয়ারম্যানের ভাড়া দেয়া বাড়ির প্রায় ২ লক্ষাধিক টাকা ও প্রতিবেশি আব্দুস সাত্তারের ঘরের প্রায় ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। এসময় ঘরের টিভি, ফ্রিজ, খাট, সুকেসসহ ব্যবহৃত আসবাবপত্রসহ প্রায় কয়েক লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়। অন্যদিকে প্রতিবেশী সাত্তার খন্দকারের ঘরসহ ঘরের সমুদয় আসবাবপত্র পুড়ে যায়।
বেলাব ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ইয়াসিন ইকবাল বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে এসে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। সূত্র: নরসিংদী টাইমস
সংবাদটি সর্বমোট 212 বার পড়া হয়েছে