নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে দশম শ্রেণির ছাত্রী। নরসিংদীর মনোহরদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে দশম শ্রেণির এক ছাত্রী। গত মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যায় খিদিরপুর ইউনিয়নের চরসাগরদী গ্রামে প্রেমিক রাকিবের বাড়িতে অনশন শুরু করে ওই কিশোরী।
কথিত প্রেমিক রাকিব ওই গ্রামের মৃত নূরুল হকের ছেলে এবং স্থানীয় একটি কলেজের ছাত্র। অনশনরত প্রেমিকা রাকিবের প্রতিবেশী এবং রামপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। মেয়েটির অনশনের পর থেকে প্রেমিকের পরিবারের লোকজন আত্মগোপনে রয়েছে।
কিশোরী জানায়, ৪ বছর ধরে রাকিবের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছে। মাঝেমধ্যে দুজন বিভিন্ন স্থানে দেখা করত ও বেড়াতে যেত। বিয়ের প্রলোভনে রাকিব একাধিকবার তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেন বলেও অভিযোগ কিশোরীর। পরে বিষয়টি এলাকার লোকজন জেনে যায়। সম্প্রতি বিয়ের জন্য চাপ দিলে রাকিব তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। ফলে নিরুপায় হয়েই তার বাড়িতে এসে আমরণ অনশনে বসে। বিয়ে না করা পর্যন্ত সে অনশন চালিয়ে যাবে বলে ঘোষণা দেয়।
অভিযুক্ত রাকিবের লোকজন আত্মগোপনে থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সংবাদটি সর্বমোট 473 বার পড়া হয়েছে