নবকণ্ঠ ডেস্ক:
বিশ^কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া ওয়েলসের হয়ে গতকালের ম্যাচটিই শেষ ম্যাচ নয় বলে জানিয়ে দিয়েছেন দলটির আইকন গ্যারেথ বেল। মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩-০ গোলে পরাজিত হয়েছে ওয়েলস। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ম্যাচের বিরতির সময় বদলী দিয়ে মাঠ ছাড়েন বেল। দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ এবং গোলের রেকর্ড গড়া ৩৩ বছর বয়সি এই তারকা সাম্প্রতিক বছলগুলোতে ক্লাব ফুটবলে সিমীত সংখ্যক ম্যাচে অংশ নিলেও বারবার জাতীয় দলকে উদ্ধার করেছেন। স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে বর্তমানে যুক্তরাস্ট্রের লস এঞ্জেলস এফসিতে খেলছেন তিনি।
কাতার বিশ^কাপে যুক্তরাস্ট্রের বিপক্ষে পেনাল্টি থেকে দলের হয়ে একমাত্র গোল করা বেল অবশ্য টুর্নামেন্টে খুব একটা প্রভাব ফেলতে পারেননি। বিবিসিকে এই ওয়েলস সুপার স্টার বলেন,‘ যত দিন সম্ভব আমি ্রযাত্রা অব্যাহত রাখতে চাই।
এটি একটি কঠিন সময়। তবে আমরা আবারো মাঠে নামব। আমাদের সামনে অপেক্ষা করছে (ইউরো ২০২৪) বছাইপর্ব। আগামী মার্চেই এটি শুরু হচ্ছে। সুতরাং খুব একটা বেশী সময় আন্তর্জাতিক ফুটবল থেকে দূরে থাকা যাবে না।’
উল্লেখ্য বাছাইপর্বে বেলের গোলে ভর করেই ১৯৫৮ সালের পর প্রথম বিশ^কাপে খেলার সুযোগ পেয়েছে ওয়েলস। সূত্র: বাসস
সংবাদটি সর্বমোট 130 বার পড়া হয়েছে