অনলাইন ডেস্ক:
রাজধানীর রামপুরা কাঁচাবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৭ জুন) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরই ট্রাকটি জব্দ করা হয় এবং ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। নিহতের নাম রইস উদ্দিন (৪৬)।
তার বাড়ি নরসিংদী জেলায়। নিহতের কাছে থাকা কাগজপত্র থেকে জানা যায়, তিনি স্কয়ার কোম্পানির এসআর (সেলস রিপ্রেজেন্টেটিভ) হিসেবে কর্মরত ছিলেন।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন জানান, রামপুরা কাঁচাবাজারের পাশের রাস্তায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, নিহতের সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে তার নাম রইস উদ্দিন বলে জানা গেছে। তার বাড়ি নরসিংদী জেলায়। বর্তমান ঠিকানা হিসেবে রাজধানীর বনশ্রী উল্লেখ করা রয়েছে। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। সূত্র: কালের কণ্ঠ
সংবাদটি সর্বমোট 205 বার পড়া হয়েছে