রায়পুরায় ব্যাটারি কারখানায় ২ লাখ টাকা জরিমানা

নাজিম উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর রায়পুরায় একটি ব্যাটারি তৈরির কারখানার পরিচালকে দুই লাখ টাকা জরিমানা ধার্য করে আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুরে উপজেলার মরজাল ঢাকা সিলেট মহাসড়কের পাশে এশিয়া ব্যাটারি কারখানায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী হাকিম শফিকুল ইসলাম। সাথে ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মুনসুর আহম্মেদ মোল্লা, থানার এস আই আবুল কালাম আজাদ, সার্টিফিকেট সহকারী পেশকার ইলিয়াছ আহম্মেদ প্রমূখ।
শফিকুল ইসলাম বলেন, ব্যাটারি কারখানার কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, অগ্নি নিবারক লাইসেন্স, এসিড ব্যবহারের অনুমোতি পত্র দেখাতে না পারায় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, সংশোধিত ২০১০ এর ৬ গ ধারায় দুই লাখ টাকা অর্থ দন্ড আদায় করা হয়।

সংবাদটি সর্বমোট 98 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *