শহীদ আসাদ দিবসে শিবপুর সাহিত্য পরিষদের আলোচনা সভা

শিবপুর প্রতিনিধি:

নরসিংদীর শিবপুর সাহিত্য পরিষদের উদ্যোগে শহীদ আসাদ দিবস পালিত হয়েছে।স্বাস্থ্যবিধি মেনে দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহীদ আসাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ধানুয়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যাল প্রাঙ্গণে আলোচনা, কবিতা আবৃত্তি ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও লেখক নূরুদ্দীন দরজী। পরে তিনি ‘আসাদের রক্তের সিঁড়ি বেয়ে’ স্বরচিত কবিতা আবৃত্তি করেন।

এসময় শহীদ আসাদের উপর রচিত কবিতা আবৃত্তি করেন কবি মো.হাবিবুর রহমান, নাসিমা আক্তার, সাইদুর রহমান খান এবং রুমি খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক, সাহিত্যিক সাংবাদিক নূরুল ইসলাম নূরচান।

সংবাদটি সর্বমোট 285 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *