নিজস্ব প্রতিবেদক:
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় নরসিংদী জেলার শিবপুর উপজেলার খড়িয়া হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনূর্ধ্ব-১৬ বছরের শিক্ষার্থীদের নিয়ে সম্পন্ন হলো অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
নরসিংদী জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবপুর উপজেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল। জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
ছোট, মাঝারি ও বড় এই তিন পর্যায়ে ১০০মিটার দৌড়, দীর্ঘ লাফ, গোলক নিক্ষেপ, মোরগ লড়াই ইত্যাদি খেলার আয়োজন করা হয়। প্রতিটি খেলায় ১ম, ২য় ও ৩য় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
সংবাদটি সর্বমোট 155 বার পড়া হয়েছে