নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুর উপজেলার ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন- ২০২১ উপলক্ষে প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা ও নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম), নরসিংদীর সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মেছবাহ উদ্দিন।
উপজেলা শিক্ষা অফিসার নুর মো. রুহুল সগীরের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম, এসিল্যান্ড শাহরুখ খান, ওসি মো. সালাউদ্দিন মিয়া, উপজেলা নির্বাচন অফিসার ফারজানা আবেদীন ও গণমাধ্যমকর্মী। সভায় উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান- মেম্বার ও মহিলা মেম্বার প্রার্থীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি সর্বমোট 180 বার পড়া হয়েছে