আতাবুর রহমান সানি, শিবপুর প্রতিনিধি :
নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের নবগঠিত কমিটির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সংগঠনটির সভাপতি শাকিল আহমেদ ও সাধারণ সম্পাদক আবিদ হাসান রনির নেতৃত্বে উপজেলার মুক্তিযুদ্ধ সংসদ ভবনের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়। আওয়ামী মৎস্যজীবী লীগের নেতা–কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের পর দোয়া-মোনাজাতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব জাহিদুল হক (কাউছার) জেলা আওয়ামী যুবলীগের উপ-প্রচার সম্পাদক খোকন সরকার, চক্রধা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি মাসুম খান, যুগ্ম সম্পাদক রুবেল শেখ, প্রচার সম্পাদক সাগর মিয়াসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে উপজেলার বাসস্ট্যান্ড থেকে শুরু করে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলে অংশ নেয় সংগঠনের নেতাকর্মী।
সংবাদটি সর্বমোট 257 বার পড়া হয়েছে