শিবপুর চিনাদী বি‌লে পোনা মাছ অবমুক্তকরণ

আতাবুর রহমান সানি, শিবপুর প্রতিনিধি:

নরসিংদীর শিবপু‌র উপ‌জেলার দুলালপু‌র ইউনিয়নে বৃহস্পতিবার (২৭) অ‌ক্টোবর বিকা‌লে স্বপ্ন চিনাদী বি‌লে পোনা মাছ অবমুক্ত ক‌রেন স্থানীয় এমপি জ‌হিরুল হক ভুইয়া মোহন।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন শিবপুর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার জি‌নিয়া জিন্নাত, শিবপুর ম‌ডেল থানার অ‌ফিসার ইনচার্জ মো:সালাহউ‌দ্দিন মিয়া, উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রা‌খিল, সহ-সভাপ‌তি আলমগীর হো‌সেন মৃধা আঙ্গুর, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ফারুক খান, উপ‌জেলা মৎস‌্য প্রডিউসার অর্গানাই‌জেশ‌নের সভাপ‌তি অ‌হিদ মিয়া প্রমুখ ।

সংবাদটি সর্বমোট 213 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *