অনলাইন ডেস্ক:
নর্থ মেসিডোনিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে বাছাই পর্ব পেরিয়ে আসন্ন কাতার বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ইউরোপ অঞ্চলের বাছাই পর্বের ‘জে’ গ্রুপের ম্যাচে সোমবার রাতে নর্থ মেসিডোনিয়াকে ৪-০ গোলে হারিয়েছে তারা।
জামার্নির হয়ে জোড়া গোল করেছেন টিমো ওয়ার্নার। এছাড়া একটি করে গোল করেছেন কাই হার্ভাটজ ও জামাল মুসিয়ালা। প্রথম দুই গোলে সহায়তা করে বড় অবদান রাখেন থমাস মুলার।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। বিরতির পর স্বাগতিক নর্থ মেসিডোনিয়ার উপর চড়াও হয় জার্মানি। ম্যাচের ৫০তম মিনিটে জার্মানির হয়ে গোলের খাতা খুলেন কাই হার্ভাটজ। এরপর ম্যাচের ৭০ ও ৭৩ তম মিনিটে দুটি গোল করেন টিমো ওয়ার্নার। ৮৩তম মিনিটে জামাল মুসিয়ালা জার্মানির হয়ে চতুর্থ গোলটি করেন।
ম্যাচে ৭৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য মোট ২৪টি শট নেয় জার্মানরা। যার ১০টিই ছিল লক্ষ্যে। আর স্বাগতিকদের সাত শটের একটি লক্ষ্যে ছিল। নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে জয়ের ফলে আট ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে আছে জার্মানি।
সংবাদটি সর্বমোট 218 বার পড়া হয়েছে