অরবিন্দ রায়:
নরসিংদীতে উপজেলা পর্যায়ে শেখ কামাল অান্তঃ স্কুল অ্যাথলেকটিকস প্রতিযোগিতা আজ বুধবার পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী মোর্শেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব অাফতাব উদ্দিন ভূইয়া, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন ভূইয়া বাচ্ছু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, এডভোকেট আসাদুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে ও মশাল প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। নরসিংদী সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন ২ টি পৌরসভার ৭৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। মোট ৩২ টি ইভেন্ট এ খেলা অনুষ্ঠিত হয়েছে । খেলা শেষে বিজয়ীদের সনদ ও ক্রেষ্ট বিতরণ করা হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শারমিন তানিন বীনা।
সংবাদটি সর্বমোট 166 বার পড়া হয়েছে