শেখ কামাল আন্তঃস্কুল এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

অরবিন্দ রায়:

নরসিংদী জেলার সদর উপজেলার মেহের পাড়া ইউনিয়নের আন্তঃ স্কুল প্রতিযোগিতা পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয় মাঠে রোববার অনুষ্ঠিত হয়েছে। মেহেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আজাহার অমিত প্রান্ত এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুম বিল্লাহ, প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন ভূইয়া বাচ্চু বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুকুমার চন্দ্র কর, মো.জসিম উদ্দিন প্রমুখ। আন্তঃ স্কুল প্রতিযোগিতায় মোট ৩২ টি ইভেন্ট এ খেলা অনুষ্ঠিত হয়।
ক বিভাগ ৬ষ্ট থেকে ৮ম শ্রেনির বালক ১০০মিটার দৌড় , বালক ২০০মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, খেলা পরিচালনা করেন সহকারী শিক্ষক নাজমুল শাহীন, সহকারী শিক্ষক ফারুক মিয়া, সহকারী শিক্ষক মাসুদ রানা, সহকারী শিক্ষক নাদিম সরকার, সহকারী শিক্ষক আঃ রহমান ১।
ক বিভাগ ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির বালিকা ১০০ মিটার দৌড়, বালিকা ২০০ মিটার দৌড়, বালিকা দীর্ঘ লাফ, বালিক উচ্চ লাফ খেলা পরিচালনা করেন সহকারী শিক্ষক ছন্দা রানী সাহা, সহকারী শিক্ষক মরিয়ম বেগম, সহকারী শিক্ষক পঞ্চমী রানী দে, সহকারী শিক্ষক মাসুদা বেগম,
খ বিভাগ ৯ ম থেকে ১০ম বালক ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, ৪০০মিটার দৌড়, ৮০০ মিটার দৌড়, ১৫০০ মিটার দৌড়, রিলে দৌড়,
দীর্ঘ লাফ, উচ্চ লাফ, বর্ষা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, চাতকি নিক্ষেপ, ট্রিপল জাম্প খেলা পরিচালনা করেন সহকারী শিক্ষক দুলু চন্দ্র সূএধর, সহকারী শিক্ষক রায়হান উদ্দিন, সহকারী শিক্ষক সুজিত কুমার দাস, সহকারী শিক্ষক আঃ রহমান ১, আঃ রহমান অপু।
খ বিভাগ বালিকা ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, ৪০০ মিটার দৌড়, ৮০০ মিটার দৌড়, ১৫০০ মিটার দৌড়, রিলে দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, ট্রিপল জাম্প, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ খেলা পরিচালনা করেন সহকারী শিক্ষক নাসরিন জাহান, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক জাকির হোসেন, সহকারী শিক্ষক নাজমা বেগম, সহকারী শিক্ষক কাদির আকন্দ। খেলায় সার্বিক সহযোগ করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক অহিদুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন শরমিন তানিন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়।

সংবাদটি সর্বমোট 135 বার পড়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *